Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

যে কোন পরিবেশ পরিস্থিতি এবং সংকটকালীন সময়ে রিমোট লার্নিং প্লাটফর্মের মাধ্যমে ব্লেন্ডিং পদ্ধতিতে পাঠদান র্কাযক্রম স্বাভাবিক রাখা হবে । ঝরে পড়া ও স্কুল বহির্ভূত শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা এবং তাদের প্রাথমিক শিক্ষাচক্র সম্পন্নের  জন্য সরকারের গৃহীত উদ্যোগসমূহ  বাস্তবায়ন করা হবে । সকল শিশুর মানসন্মত শিক্ষা নিশ্চিত করার জন্য সরকারের গৃহীত বিভিন্নমূখী পদক্ষেপ  বাস্তবায়নের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের সাথে স্থানীয় কমিউনিটিকে আরো বেশি সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হবে । পর্যাপ্ত প্রশিক্ষণ ও পাঠ সমীক্ষার  মাধ্যমে সকল শিক্ষকের  পেশাগত দক্ষতার মানোন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা হবে ।


  •      20২৩-২৪  অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহ:

*          শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যের পাঠ্যবই বিতরণ ;

*          সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল লেভেল ইম্প্রুভমেন্ট প্ল্যান (SLIP) বাস্তবায়ন ;

*           পেশাগত দক্ষতা বৃদ্ধিতে শিক্ষকদের স্বল্প মেয়াদী  প্রশিক্ষণ সম্পন্ন করা ;

*          বিদ্যালয় পর্যায়ে সহপাঠক্রমিক কার্যক্রম জোরদার করা ;

*          প্রাথমিক বিদ্যালয়ের সাথে স্থানীয় কমিউনিটিকে সম্পৃক্ত করা ;

*          ই-নথির মাধ্যমে অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করা ;

*          প্রয়োজন অনুযায়ী অনলাইন পাঠদান বাস্তবায়ন করা ;

*           ই মনিটরিং এর মাধ্যমে একাডেমিক সুপারভিশন কার্যক্রম ফলপ্রসূ ও জোরদার করা  ।