রুপকল্প (Vision), অভিলক্ষ্য (Mission), কর্মসম্পাদনের ক্ষেত্র এবং কার্যাবলী
১.১ রূপকল্প (Vision)
সকল শিশুর জন্য সমতাভিত্তিক ও মানসম্মত প্রাথমিক শিক্ষা ।
১.২ অভিলক্ষ্য (Mission)
প্রাথমিক শিক্ষার সুযোগ সম্প্রসারণ ও গুণগতমান উন্নয়নের মাধ্যমে সকল শিশুর জন্য সমতাভিত্তিক ও মানসম্মত
প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ ।
১.৩ কর্মসম্পাদনের ক্ষেত্র :
১.৩.১ কর্মসম্পাদনের ক্ষেত্র:
১) মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ ;
২) সর্বজনীন ও বৈষম্যহীন টেকসই মানসম্মত প্রাথমিক শিক্ষা সস্প্রসারণ ;
৩) প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনার উন্নয়ন ।
১.৩.২ সুশাসন ও সংস্কারমূলক কর্মসম্পাদনের ক্ষেত্র :
১) সুশাসন ও সংস্কারমূলক কার্যক্রমের বাস্তবায়ন জোরদারকরণ
১.৪ কার্যাবলি (Functions) :
১. শিক্ষকদের স্বল্পকালীন প্রশিক্ষণ চাহিদা নিরুপন ;
২. শিক্ষকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ আয়োজন ও বাস্তবায়ন ;
৩. শিখন শেখানো কার্যক্রম বাস্তবায়ন ;
৪. প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষ সজ্জিতকরণ এবং শিশুদের বিভিন্নমূখী কার্যক্রমে সম্পৃক্তকরণ ;
৫. ই মনিটরিং এর মাধ্যমে একাডেমিক সুপারভিশন কার্যক্রম ফলপ্রসূ ও জোরদারকরণ ;
৬. বিদ্যালয়ে সুপেয় পানি নিশ্চিতকরণ ;
৭. শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়ন ;
৮. স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিতকরণ ;
৯. ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের উন্নয়ন ;
১০. সামাজিক উদ্বুদ্ধকরণ কার্যক্রম মনিটরিং এবং
১১. সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ ও অন্যান্য তথ্য সংবলিত ডাটাবেজ তৈরি ও সংরক্ষণ করা ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস